সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ২৯১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক, সিটিজেন নিউজ: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরর সঙ্গে বাংলাদেশে ইউএনডিপির ব্যুরো অব পলিসি অ্যান্ড প্রোগ্রাম সাপোর্টের টিম লিডার চার্লস চওভেলের নেতৃত্বে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।

রোববার (৭ জুলাই) স্পিকারের সংসদের কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন এবং সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মশালা বিষয়ে আলোচনা করেন।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং ইউএনডিপির মাঝে কর্মশালা বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে আগামীকাল সোমবার সংসদ ভবনের শপথ কক্ষে ৭৫ জন মনোনীত সংসদ সদস্যদের নিয়ে এসডিজি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এসডিজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন বিষয়েও কর্মশালা আয়োজন করা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com