আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের উত্তরপূর্বাঞ্চলে পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্পে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৯।
ভূমিকম্পে হতাহতের সংখ্যা জানিয়ে কাশমারের গভর্নর হাজাতুল্লাহ শরিয়তমাদারি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আহতের ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পে শহরটির বেশির ভাগ দুর্বল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওই গভর্নর।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির উৎসের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় গত বছরের শুরুর দিকে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি। এলাকাটি তুরস্কের সীমান্তসংলগ্ন।