ক্রীড়া ডেস্কঃবর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলেও, তাকে নিয়েই পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশে না ফিরে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। অনুশীলনও শুরু করেছেন তিনি।
বুধবার (১৪ আগস্ট) পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে বিসিবি। যেখানে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে সাকিবকে।
সাকিব এতদিন দেশের বাইরে ছিলেন। যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন তিনি। পুরো দল দেশ থেকে পাকিস্তানে গেলেও সাকিব দুবাই হয়ে পাকিস্তানে পৌঁছেছেন। আগের দিন পাকিস্তানে পৌঁছে আজ অনুশীলনও শুরু করেছেন তিনি। সফরকারী দল এদিন গাদ্দাফি স্টেডিয়ামে স্কিল অনুশীলন করেছে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে দলের সবাই সুস্থ আছেন।
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।