মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

খিলক্ষেত উত্তরায় মহানগর উত্তর বিএনপি-র বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৯ বার পঠিত

মাসুদ পারভেজ (উত্তরা) ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। দেশ গড়েছেন শহীদ জিয়া- নেত্রী মোদের খালেদা জিয়া স্লোগানে স্লোগানে মুখরিত উত্তরার খিলখেত ও নিকুঞ্জ এলাকা। ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অপরাধে শেখ হাসিনার ফাঁসি দাবিতে ঢাকা-১৮ আসনের খিলক্ষেত থানা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি-র সভাপতি সাইফুল আলম নিরব, সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর ও মেয়র প্রার্থী তাবিদ আউয়াল সহ সহস্রাধীক নেতাকর্মী মিছিলে অংশ গ্রহন করেন ।সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরার খিলক্ষেত,বিমানবন্দর মহাসড়ক, নিকুঞ্জসহ বিভিন্ন পাড়া মহল্লায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা “উত্তরার মাটি “নীরব ভাইয়ের ঘাটি”নিরব ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, আমিনুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, “তাবিদ আউয়াল এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে,আমরা সবাই জিয়ার সেনা ভয় করিনা বুলেট বোমা স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। ছাত্র-জনতার উপর গুলি চালানো গণহত্যারকারী খুনি হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উত্তরার থানায় থানায় ইতি মধ্যে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর বিএনপি-র সদস্য সচিব ও যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে প্রতিদিন উত্তরার রাজলক্ষি, জসিমউদদীন, আজমপুর, তুরাগ, বাউনিয়া, হরিরামপুর,উত্তরখানের চাঁনপাড়া ময়নারটেক ও দোবাদিয়া কাঁচকুড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এছাড়াও দক্ষিণখান থানা এলাকার আজমপুর, কসাইবাড়ী,বিমানবন্দর ও কাউলা আসকোনা খিলখেত এলাকায় শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর উত্তরায় প্রতিদিন সকাল থেকে শুরু করে বিরতি দিয়ে সন্ধ্যা পর্যন্ত দলীয় অফিস থেকে শুরু করে পাড়া মহল্লায় বিভিন্ন সড়কে এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা শান্তি মিছিল অব্যাহত রেখেছেন। এসময় মহানগর উত্তর বিএনপির সিনিয়র নেতারা জানান, খুনি হাসিনার ফাঁসি ও তার দোসরদের বিচারের দাবিতে তাঁরা ৫ই আগষ্ট বিকাল থেকে প্রতিদিন ঢাকা-১৮ আসনের প্রতিটি থানা,ওয়ার্ড ও ইউনিট অফিসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শুরু করেন। সরেজমিনে দেখা যায়,২০আগষ্ট সোমবার মহানগর উত্তর বিএনপি-র উদ্যোগে খিলখেত থানার সিনিয়র নেত্রীবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com