উত্তরা সংবাদ দাতা ঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুর রহমান সুইটকে উত্তরা প্রেসক্লাবের আইন উপদেষ্টা করা হয়েছে। শনিবার রাত ৭.৩০ মিনিটের সময় ক্লাব কার্যালয়ে তাকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করেন ক্লাব সভাপতি মোঃ মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক মানিক খান। এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খান। আরো উপস্থিত ছিলেন সিনিঃসহ সভাপতি আওলাদ হোসেন বাবলু, অর্থ সম্পাদক মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক চপল সরদার ও অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় দৈনিক সকালের সময় পত্রিকার মাহমুদ হাসানকে ও অর্থ সম্পাদকের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় উত্তরা প্রেসক্লাব সভাপতি মোঃ মাসুদ পারভেজ বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে যে কোন ধরনের বিপদাপদে আমরা সংবাদকর্মী ও ক্লাব মেম্বারদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমরা একটি পরিবার, এ পরিবারের সদস্যদের সাথে কেউ অন্যায় করলে আমরা তাদের ছেড়ে দিব না। তিনি আরো বলেন, উত্তরা প্রেসক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করতে কয়েক দিনের মধ্যে আমরা একটা শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।