মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লাকসামে বিজয় দিবস উপলক্ষে র‍্যালী উত্তরা প্রেসক্লাব’র পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সিএমএইচ থেকে গুলশানের বাসায় ফিরেছেন মির্জা ফখরুল বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ আমরা নিজেদের দোষে স্বাধীনতাকে পূর্ণতা দিতে পারিনি: ড. ইউনূস জাতীয় নির্বাচন কবে হবে, জানালেন প্রধান উপদেষ্টা উত্তরা প্রেসক্লাব’র পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন একাত্তরের বিজয় আসলে চব্বিণের গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছেঃ নাহিদ ইসলাম জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

উত্তরা প্রেসক্লাব’র পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪ বার পঠিত

উত্তরা সংবাদ দাতা:  মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত শহীদ ছাত্র- জনতার স্মরণে উত্তরা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
গতকাল রাত ১২ টা ১ মিনিটে উত্তরা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মাসুদ পারভেজ,সিনিঃ সহ-সভাপতি আওলাদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মানিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহাদ, সহ-সম্পাদক আরিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক স্বপন রানা, অর্থ সম্পাদক মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক চপল সরদার, সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরিক শিবলী,প্রচার সম্পাদক তানভীরসহ সিনিয়র নেতৃবৃন্দ ক্লাবের পক্ষ থেকে বীর সেনাদের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খান ও সিনিয়র সদস্য আশ্রাফ হোসেন ডালি, তরিকুল ইসলাম, রাজু আহমেদ ও মামুন খান ।
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার  ডাকে শুরু হয় যুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী  যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে ঐ বছর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। আমরা পেয়েছি মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা ও একটি মানচিত্র।  দেশের অদম্যবীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এ বিজয় ছিনিয়ে এনে আমাদেরকে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন।
এ সময় উত্তরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ পারভেজ বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের গর্বিত মহান বিজয় দিবস। আজকের এ মহান দিনে আমি সে সব শহীদ বীর সেনা ও জুলাই-২৪ এ  বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎস্বর্গকারী বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
আজকের এ দিনে আমি আরো গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব নির্ভিক বীর শহিদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি।
এ সময় তিনি  স্বাধীনতার যুদ্ধে নিহত বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যে সব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- তাদের প্রতি রইল সশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com