ক্রীড়া ডেস্কঃ আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। বৈশ্বিক এই আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এ ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে।
এ ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে। জিটাল প্ল্যাটফর্মে মোট ১৬টি ফিডে নয়টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।
ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। স্টার স্পোর্টের সব চ্যানেল এবং স্পোর্টস ১৮-তে এসব ভাষায় খেলা সম্প্রচারিত হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পাবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। অনলাইনেও খেলা দেখা যাবে। টফি অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে।