বিনোদন ডেস্কঃ রাজনীতিতে যুক্ত হওয়ার সময়ই অভিনয় ছাড়ার আভাস দিয়েছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির শক্তিমান অভিনেতা থালাপতি বিজয়। তার সেই আভাস এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বর্তমানে রাজনীতির মাঠে ব্যস্ততা বাড়ায় খুব শিগগিরই রুপালি জগতকে বিদায় জানাবেন অসংখ্য হিট ছবির এই নায়ক। এরই মধ্যে নিজের শেষ এবং ৬৯তম সিনেমা ‘জননায়ক’-এর পোস্টার শেয়ার করে অভিনয়কে বিদায়ের কথা নিশ্চিত করেছেন তিনি।
থালাপতি বিজয় জানিয়েছেন, তার শেষ সিনেমা ‘জন নায়ক’। এটি তার ৬৯তম সিনেমা। সিনেমার পরিচালক এইচ বিনোদ। এরপর তিনি দেশের রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ক্যারিয়ারে ৬৯তম সিনেমায় অভিনেতাকে প্রেক্ষাগৃহে শেষবার দেখা যাবে। সিনেমার নাম ‘জন নায়ক’। এরপর বিজয় পুরোদমে রাজনীতিতে সময় দেবেন।
ইতোমধ্যে নিজের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছেন এই সুপারস্টার।
এইচ বিনোদ পরিচালিত ‘জন নায়ক’ সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার চরিত্রে। থালাপতি বিজয় এক্স হ্যান্ডলে ‘জন নায়ক’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন। সেখানে সাদা পোশাক পরা অবস্থায় জনগণের সামনে তাকে দেখা গেছে। সেলফি তোলার পোজ নিয়েছেন বিজয়।
তিনি মানুষের মধ্যে আছেন এ কথাই বোঝাচ্ছেন। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমার সেকেন্ড লুকও দ্রতই আসবে। জানা গেছে, অভিনেত্রী পুজা হেগড়ে, মমিতা বাইজু ও ববি দেওল থাকবেন এতে। এই মুহুর্তে ভারতের মিউজিক সেনসেশান অনিরুধ রবিচন্দন সুর করবেন সিনেমাটির।