হাফসা (উত্তরা) :ব্রিটেন থেকে
চিকিৎসা শেষে ১১৭দিন পর
বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসেছে। তাকে বরণ করতে আসা নেতা কর্মীদের ভীড়ে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৮ নং গেইটে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো বিমানবন্দর এলাকা।
এক দিকে নেতা কর্মীদের স্লোগান, অন্যদিকে সাংবাদিকদের ছবি তোলার হিরিক,যেন এক নতুন প্রাপ্তির সূচনা।
গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে বেগম খালেদা জিয়া গত
৮ই জানুয়ারী২০২৫ইং উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। লন্ডন থেকে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসায় বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।নেতা কর্মীদের এমন বাঁধ ভাঙ্গা জোয়ার দেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার সাথে আসা দুই পুত্র বধু সহ পরিবারের অন্যান্য সদস্যদের চোখে মুখে আনন্দ ও হাঁসির ছাপ দেখা গেছে।
আজ ৬ই মে মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিমানবন্দর গোলচক্করে এসে জড়ো হয়ে খালেদা জিয়ার নাম নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।এসময় প্রচন্ড গড়মে অসুস্থ হয়ে উঠে অনেকে।
এদিকে সকালে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের নিশ্চিত করেন সকাল ১০.৩০ মিনিটে কাতার এয়ার ওয়েজের এয়ার এ্যাম্বুলেন্স বিমানবন্দরে অবতরণ করবেন। এ সময় আরো
উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
এ ছাড়াও
তাবিদ আউয়ালসহ মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, এস এম জাহাঙ্গীরসহ আরো অনেকে গাড়ি বহর নিয়ে উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে যুবদল,ছাত্রদলসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কতৃপক্ষ (বেবিচক)এর সামনে থেকে শাহজালাল বিমানবন্দর ৮ নং গেইট পর্যন্ত পুরো এলাকায় লোকে লোকারন্য হয়ে উঠে।
সরেজমিনে আরো দেখা যায়,শাহ জালালের ৮নং গেইট দিয়ে বেগম খালেদা জিয়াকে বহন করা গাড়িটি বের হওয়ার সাথে সাথে ওনাকে দেখার জন্য এবং ওনার সাথে কথা বলতে নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা ঘিরে ফেলে।
কার আগে কে কথা বলবে প্রিয় নেত্রীর সাথে।
পুরো রাস্তার একই চিত্র।
এ সময় দেখা যায় বেগম খালেদা জিয়া গাড়িতে বসেই হাত নেড়ে সবাই শুভেচ্ছা জানাচ্ছে। ধীরে ধীরে চলছে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি।আগে পিছে রয়েছে প্রশাসন ও সিনিয়র নেতৃবৃন্দের গাড়ি বহর। নিরাপত্তা ঘাটতি ছিলোনা কোথাও।
প্রচন্ড গড়মে ও মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের শেষ নেই। গণমাধ্যম কর্মীরা মরিয়া হয়ে উঠেছে কাছ থেকে ছবি তুলতে। আবার বিএনপির
নেতা কর্মী ব্যাস্ত সেলফিতে।
অন্যদিকে খালেদা জিয়া, খালেদা জিয়া স্লোগান দিতে দিতে গাড়ির বহরের সাথে হেঁটে হেঁটে চলছে হাজার হাজার নেতাকর্মী।
বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
এ সময় থানা পুলিশের পাশাপাশি, বিমান বাহীনি, র্যাব বাহিনী, বিজিবি,আর্মস পুলিশ ব্যাটালিয়ন ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
কড়া নিরাপত্তার মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিমানবন্দর এলাকা ত্যাগ করে।
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা এয়ারপোর্ট,লা-মেরিডিয়ান হয়ে গুলশান পর্যন্ত রাস্তায় রাস্তায় মানুষের ঢল।
কেউ হাতে পতাকা নিয়ে কেউ মাথায় পিতা বেঁধে, আবার কেউ জীবন্ত ধানের শীষ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে।
খালেদা জিয়ার দেশে ফিরে আসাকে কেন্দ্র করে গতকাল সোমবার থেকে বিমানবন্দর এলাকায় নিরাপত্তাকর্মীরা অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে প্রচন্ড গড়মে কয়েকজন অসুস্থ হয়ে উঠে।
সরেজমিনে দেখা যায় সকাল থেকে বিমানবন্দর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও ১১টার পর কিছুটা যানজট সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের সহযোগিতার দুপুর একটার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে।