হাফসা উত্তরা : যুক্তরাজ্য বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব এম এ মালেক যুক্তরাজ্য থেকে আজ দুপুরে বাংলাদেশে এসেছেন। খবর পেয়ে বিমানবন্দরে নেতা কর্মীদের ঢল নামে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি গেইটে আসার সাথে সাথে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় তিনি বলেন, কিছু সংখ্যক উচ্চ বিলাসী রাজনৈতিক দল হেরে যাওয়ার ভয়ে নির্বাচন চায় না। তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল করতে চায়। তিনি আরো বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছর যাবত চেষ্টা করছেন এই দেশের সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে।
যুক্তরাজ্য বিএনপি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে সালাম ও প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এবং তার সাথে সাথে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আমি দেশে এসেছি ।
তিনি বলেন, আমি নিজেও সিলেট -৩ আসনের একজন প্রার্থী। যদি দল আমাকে মনোনয়ন প্রদান করেন, তবে আমি এই আসনটি দলকে উপহার দিয়ে জনগণকে সেবা দিবো। তিনি বলেন,আমি অপেক্ষা করব, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়,তখন বিএনপিকে ভোট দেবে।
এমএ মালেক আরো বলেন, আজকে বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, নির্বাচন যাতে না হয় সেই ষড়যন্ত্র চলছে। কারণ কোমলমতি ছাত্র-ছাত্রীরা দেশের জন্য জীবন দিয়েছে— তাদের সেই আত্মত্যাগ, মানবিক মর্যাদা ও সুষ্ঠু বিচারের পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছর ধরে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। এখন সময় এসেছে, ইয়াং ভোটাররা আগামী নির্বাচনে ভোট দেবে, আমরাও ভোট দেবো ইনশাআল্লাহ। ভোটের সংস্কৃতি বাংলাদেশে এক নতুন আমেজ সৃষ্টি করবে। গ্রাম থেকে শহর পর্যন্ত সবাই অত্যন্ত আনন্দ ও উল্লাসে ভোটে অংশ নেবে।