ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে মাঠে ভারত জিতল—কিন্তু মঞ্চের বাইরে উত্তেজনা ও এক ঘণ্টার নাটকে ফাইনালের বিজয় মুহূর্তটাই যেন ছাপিয়ে গেল বিব্রতকর আচ্ছন্নতায়। এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের পর ট্রফি প্রদান পর্বে এমন বিদ্রূপাত্মক কাণ্ড ঘটল যে, শেষপর্যন্ত আনুষ্ঠানিক প্রেজেন্টেশনই বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন অনুষ্ঠানের সঞ্চালক।
ম্যাচ হারার পর পাকিস্তান খেলোয়াড়রা মাঠ থেকে সরাসরি ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন, যা পোস্ট-ম্যাচ অনুষ্ঠানের শুরু এক ঘণ্টা বিলম্বিত করে। পরে পাকিস্তান দল হাজির হলে তাদের প্রেসিডেন্ট নাকভি আগা ও আফ্রিদিদের পদক দিতে রাজি হননি। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম পাকিস্তানকে রানার্সআপ পদক দেন। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ট্রফি গ্রহণ না করে তা ফেলে দেন।
স্টেডিয়ামে দর্শকরা বারবার দেখেছেন—গ্রাউন্ডসম্যানরা ‘চ্যাম্পিয়নস’ লেখা প্ল্যাকার্ড ও ট্রফি মঞ্চে নিয়ে আসেন এবং ফিরিয়ে নিচ্ছেন। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা হাসিমুখে কল্পিত ট্রফি নিয়ে উদযাপন করেন, এমনকি রোহিত শর্মার ভঙ্গিও অনুকরণ করেন। সূর্যকুমার বলেন, ‘চ্যাম্পিয়ন হয়ে ট্রফি না পাওয়া—এমনটা আমি জীবনে দেখিনি।’
অভিষেক শর্মা যোগ করেন, ‘আমরা ট্রফি পেয়েছি—সূর্য ভাই এনেছে! ওর হাতে আমরা ওজনও বুঝেছি।’ পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘যদি নাকভি এসিসির সভাপতি হন, তিনিই ট্রফি দেবেন। নিতে না চাইলে কীভাবে ট্রফি পাবে?’ ভারতের সচিব দেবজিৎ সাইকিয়া পুরো বিষয়টিকে ‘অপেশাদার’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
এভাবে ২০২৫ সালের এশিয়া কাপ ইতিহাসে জায়গা করে নেবে এক অদ্ভুত ‘ট্রফি-বিহীন জয়’ হিসেবে।