আন্তর্জাতিক ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে পদত্যাগ করেছেন। মঙ্গলবার নিজেই এই ঘোষণা দিয়েছেন তিনি।
সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও সালভিনি প্রধানমন্ত্রীর ব্যাপারে আস্থা ভোটের কথা বলেছিলেন আরো ১২ দিন আগে।অবশেষে আজ মঙ্গলবার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন গুইসেপে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, যদিও তার পদত্যাগের পর স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে না। এটা এখন নির্ভর করবে প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সিদ্ধান্তের ওপর।
এদিকে সালভানির দল থেকে নতুনভাবে নির্বাচনের আহ্বান জানানো হয়েছে। ইতালির ডানপন্থী দলগুলোও নতুনভাবে নির্বাচনের কথা বলছে। তবে জোট গঠন করে পার্লামেন্টে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে নতুনভাবে সরকার গঠনের অনুমতি দিতে পারেন মাত্তারেল্লা।