ফেরি দেরি করে ছাড়ায় স্কুলছাত্র তিতাসের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আব্দুস সবুরসহ ৪ জনকে দায়ী করে নৌপরিবহণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
কমিটির সদস্য এস এম হাবিবুর রহমান হাকিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় দায়ী অন্য ব্যক্তিরা হলেন-ঘাট ম্যানেজার সালাম, উচ্চমান সহকারী ফিরোজ আলম এবং প্রান্তিক সহকারী খোকন মিয়া।
ত ২৫শে জুলাই মাদারীপুরের কাঁঠালবাড়িতে কাঁঠালবাড়ি ফেরিঘাটে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুরের জন্য অপেক্ষা করে প্রায় তিন ঘণ্টা দেরিতে ফেরি ছাড়া হয়। এ কারণে, ওই ফেরিতে অ্যাম্বুলেন্সে থাকা গুরুতর আহত ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষের মৃত্যু ঘটে বলে অভিযোগ তার পরিবারের।