নিজস্ব প্রতিবেদক: সহযোগিতা ও অংশীদারত্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও জেন্ডার (লিঙ্গ) সমতা অর্জনে জোরদার ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
বুধবার থাইল্যান্ডের ব্যাংককে ইউনাইটেড ন্যাশন্স কনফারেন্স সেন্টারে এশিয়া প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতার বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী। বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘ইকনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এসক্যাপ)’ কনফারেন্স নারী নেতৃত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ‘বাংলাদেশ জেন্ডার সমতা ও নারীর ক্ষমতানে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ওয়ার্ল্ড জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বের ১৪৯টি দেশের মধ্যে ৪৮তম ও রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিশ্বে ৫ম স্থানে আছে। এসব অর্জনে দক্ষিণ এশিয়ার অন্য সব দেশের ওপরে অবস্থান করছে বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সব উন্নয়ন পরিকল্পনায় নারীর সার্বিক উন্নয়নকে অন্তর্ভুক্ত করছে। বর্তমানে ৪৩টি মন্ত্রণালয় জেন্ডারভিত্তিক বাজেট প্রণয়ন করছে, যা মোট জাতীয় বাজেটের ৩০ শতাংশ। এছাড়া এসডিজির ৫ নম্বর গোল নারীর ক্ষমতায়ন অর্জনের লক্ষ্যে এসডিজিকে পঞ্চম বার্ষিক পরিকল্পনার সাথে সমন্বয় করে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।’
প্রতিমন্ত্রী ইন্দিরা ২৭ থেকে ২৯ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠিত এ কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ প্রতিনিধি দলে আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।