জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের হয়ে লড়তে যাচ্ছেন শেখ ফজলে নুর তাপস এবং আতিকুল ইসলাম। শেখ ফজলে নুর তাপস ঢাকা দক্ষিণে এবং আতিকুল ইসলাম উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আনুষ্ঠানিক ঘোষণা না হলেও দলের একটি বিশ্বস্ত সূত্র বলছে এই দুজনই আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন।
আগামীকাল রোববার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের মেয়র ও কাউন্সিলরদের নাম ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এই তথ্য জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমরা প্রার্থীদের বিষয়ে বিচার-বিশ্লেষণ করছি, পর্যালোচনা করছি। নেত্রী নিজের সোর্স থেকেও খোঁজ নিচ্ছেন। গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেওয়া হয়েছে। সব কিছু বিচার বিশ্লেষণ করতে আমাদের একটু সময় লাগছে।’
স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
শেখ ফজলে নুর তাপস বর্তমানে ঢাকা ১০ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে লড়তে হলে তাকে সংসদ সদস্য পদ ছাড়তে হবে। অন্যদিকে আতিকুল ইসলাম বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেতে দলীয় মনোনয়ন কিনেছিলেন ২০ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মনোনয়ন ফরম কেনেন- বর্তমান মেয়র আতিকুল ইসলাম, শহীদুল্লাহ ওসমানী (বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক); ইয়াদ আলী ফকির, সহ-সভাপতি ভাষানটেক থানা আওয়ামী লীগ; মো. জামাল ভূইয়া, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য; মো. কুতুবউদ্দিন, সহ-সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন; মো. ইদ্রিস আলী মোল্লা, আওয়ামী লীগের গ্রীস শাখার সহ-সভাপতি; সালাউদ্দিন মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ; জেরিন সুলতানা কান্তা, সদস্য ধর্ম উপ কমিটি; হেলেন জাহাঙ্গীর, আওয়ামী লীগ সমর্থক; আদম তমিজি হক; খায়রুল মজিদ, যুবলীগ সম্পাদক; মিসেস রেহানা ফরহাদ, সদস্য যুব মহিলা লীগ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মনোনয়ন ফরম কেনেন- অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু (আইন সম্পাদক, আওয়ামী লীগ); ঢাকা ১০ আসনের সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস; বর্তমান মেয়র সাঈদ খোকন; ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম; মো. নাজমুল হক, উপদেষ্টা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঢাকা মহানগর শাখা; মুক্তিযোদ্ধা এমএ রশিদ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব; আশরাফ হোসেন সিদ্দিকী, সভাপতি বঙ্গবন্ধু পরিষদ; হাজী আবুল হাসনাত, সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
তিনি জানান, দুই সিটিতে ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে। সম্পূর্ণ ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ করা হবে। বিদ্যমান ভোটার তালিকায় ভোট নেয়া হবে। প্রতিটি কেন্দ্রে ইভিএমের পাহারায় দুজন করে সেনা কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। ২ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।
চার বছর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ করপোরেশন নির্বাচনে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী হন আনিসুল হক আর দক্ষিণে সাঈদ খোকন। ওই নির্বাচনে দুজনেই জয়ী হন।
২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক ইন্তেকাল করায় মেয়র পদটি শূন্য হয়। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উত্তর সিটির উপ নির্বাচনে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।