সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে আসাফোর বৈশাখী উৎসব পালিত “আইপি টিভি মুভি বাংলার সিভিল টিমের নামে দেশজুড়ে চাঁদাবাজি ও প্রায় ডজন খানেক মামলার আসামী কৌশিক গংদের গ্রেফতারের দাবীতে” সংবাদ সম্মেলন কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমী নববর্ষ উদযাপন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা কুমিল্লায় ৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার জড়িত ঘাতক গ্রেপ্তার আসছে ‘বাহুবলি: ক্রাউন অব ব্লাড’ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে ম্যাচ অফিসিয়াল যারা চট্টগ্রামে ‘স্বস্তির’ এক পশলা বৃষ্টি অটোরিকশা চার্জে দিতেই প্রাণ গেল যুবকের আজ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

তাবিথ আউয়ালের গাড়িতে হামলার অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ২২৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের গাড়িতে হামলার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দলের ১০ কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির এক কাউন্সিলর প্রার্থী।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানী বাড্ডার শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালির উল্টো পাশে এ হামলার ঘটনা ঘটে। ঢাকা উত্তর সিটির ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী শরিফ উদ্দীন জুয়েলের নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধন শেষে ফেরার পথে এ হামলা চালানো হয়।

অভিযোগ করে শরিফ উদ্দীন জুয়েল বলেন, ‘বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল আমার নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধন করতে এসেছিলেন। অফিস উদ্বোধন শেষে আমরা (তাবিথ আউয়াল, ফুটবলার আমিনুল হক, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন) একই গাড়িতে ফিরছিলাম। তখন আমাদের গাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এ সময় আমার ১০-১২ জন কর্মী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের (আওয়ামী লীগ) কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন বাবুলের অফিসের পাশ থেকে তার কর্মীরা এ হামলা চালিয়েছে।’

ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘জুয়েল ভাইর অফিস উদ্বোধন করে গাড়িবহর নিয়ে ঢাকা ফার্মার গলির সামনে আসতেই তাবিথ আউয়ালের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের মাঈনুল, সিরাজসহ ১০ জন আহত হন।’

গাড়িবহরের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানের গাড়িও ছিল। তিনি জুয়েলের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন। তাবিথ, জুয়েলসহ বিএনপির নেতাদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com