বিশেষ প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর সিটিকর্পোরেশন উত্তরখান থানার ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম মোল্লার নির্বাচনী প্রচারনা অফিসসহ বিভিন্ন জায়গায় লাগানো ব্যানার পোস্টার খুলে ফেলার অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সরকারের ছেলে নাসিম সরকার ও তার বাহিনীর বিরুদ্ধে।
জাহিদুল মোল্লা জানান, তার জনপ্রিয়তা দেখে ঈর্শ্বানিত হয়ে নাসিম সরকার তার বাহিনীদের নিয়ে রাত ২টা থেকে ৪৬ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মৈনারটেক, রাজা বাড়ী, বড়বাগ, আটিপাড়া, কুড়িপাড়া, চাঁনপাড়া ও উজামপুরসহ বিভিন্ন এলাকায় তান্ডব চালিয়ে বাঁশের মাথায় কাস্তে লাগিয়ে পোস্টারের রসি কেঁটে নিয়ে যায় এবং তার নির্বাচনী অফিস ভাংচুর করে।
তিনি আরও জানান পুরো এলাকা থেকে তারা ঠেলাগাড়ী মার্কার পোস্টার কেঁটে মাষ্টারবাড়ী ডাচ্ বাংলা ব্যাংকের পাশে এসে ভোর ৪টার সময় রাজবাড়ী ফার্ণিচারের উল্টো পাশে অবস্থিত তার নির্বাচন প্রচারনা কেন্দ্রে এসে চেয়ার টেবিল ভাংচুর করে এবং একটি পিকআপে ভরে পোস্টারগুলো খুলে নিয়ে যায়।
এ বিষয়টি তিনি নির্বাচন কমিশন এবং উত্তরখান থানাসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থায় অভিযোগ জানাবেন বলে জানান। এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নাসিম সরকারের মুঠো ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগের বিষয়টি নিয়ে উত্তরখান থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিনের নিকট জানতে চাইলে, তিনি জানান ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অনুসন্ধান চলছে…