ক্রীড়া ডেস্ক : ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম দিনে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ফজলে মাহমুদ রাব্বী। আজ দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল।
ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে মিরপুর শের- ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাহ্ন বিরতির পর তিনি তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন। ১২৬ বল খেলে ১৪টি চারের সাহায্যে সেঞ্চুরি তুলে নেন।
৬ বছর পর শুক্রবার ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে বিসিএল খেলতে নামেন তামিম। আজ শনিবার সকালে ব্যাট হাতে মাঠে নামেন। শুরু থেকেই ছিলেন ছন্দে। সহজাত ব্যাটিং করেছেন। প্রথম সেশনেই তিনি তোলেন ৭২ রান। ফিরে এসেও স্বাভাবিক ব্যাটিং করে যান।
৪৩তম ওভারে শহীদুল ইসলামের করা তৃতীয় বলটিকে কভার দিয়ে চার হাঁকিয়ে ৯৩ থেকে ৯৭ রানে পৌঁছান। পরের বলে ২ রান নিয়ে ৯৯ এ পৌঁছান। পঞ্চম বলটিকে লেগ সাইডে আলতো টোকায় পাঠিয়ে দেন। ফিল্ডার তাইবুর রহমান বলটিকে ফেরত পাঠানোর আগেই ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। যা প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার ১৬তম সেঞ্চুরি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯০ বল খেলে ২২ চারে ১৫৭ রানে অপরাজিত আছেন। পাকিস্তান সফরে যাওয়ার আগে কী দারুণভাবেই না হাসছে তার ব্যাট।
উল্লেখ্য, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে একটি টেস্ট খেলতে ৪ জানুয়ারি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৭ জানুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচটি।