বিনোদন ডেস্ক : ঢাকার মঞ্চের অন্যতম নাটকের দল প্রাঙ্গণেমোর। নতুন বছরে নতুন নাটক নিয়ে মঞ্চে আসছে দলটি।
‘কৃষ্ণচূড়া দিন’ নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ। আগামী ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি একই সময় একই মঞ্চে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে।
নির্দেশক নূনা আফরোজ বলেন—দোলা, নেহাল এবং ভূমি। এই তিন চরিত্রের ১ ঘণ্টা ৫ মিনিটের নাটকটি দর্শককে একটা ঘোরের মধ্যে ফেলবে। কিন্তু সেখান থেকে বের হওয়ার আগেই নাটকের পরিসমাপ্তি ঘটবে। থিয়েটারে সাধারণত যে ধরনের নাটক হয়, সেই তুলনায় এই নাটকের গল্প হয়তো খানিকটা টেলিভিশন ঘরানার। তবে থিয়েটারের মানুষ হিসেবে নাটকটিকে থিয়েট্রিক্যালি উপস্থাপন করার চেষ্টা করেছি।
নাটকের দোলা চরিত্রে চৈতালী চৈতি আর নেহালের চরিত্রটি রূপায়ন করছেন তৌহিদ বিপ্লব ও সুজন গুপ্ত। আর ভূমির চরিত্রে অভিনয় করছেন নির্দেশক নূনা আফরোজ। আলো ও সংগীত রামিজ রাজুর। আর সেট ও কস্টিউম নূনা আফরোজের।