ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার ৩০টি স্টল স্থান পেয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
এ সময় উবায়দুল মোকতাদির চৌধুরী নতুন প্রজন্মকে কাগজের বইয়ের প্রতি আকৃষ্ট হওয়ার জন্যে আহ্বান জানান। তিনি বলেন, ‘বই জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে।’
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেনসহ রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতি অঙ্গনের কর্মীরা উপস্থিত ছিলেন।