নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, গণপরিবহন, ট্রেন, লঞ্চ সীমিতভাবে চলাচল করবে।
আজ সোমবার সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
সচিব বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী মোট ১০টি নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় বাস, ট্রেন, লঞ্চসহ গণপরিবহন অত্যন্ত সীমিত আকারে চলাচল করবে। জনসাধারণকে যথাসম্ভব গণপরিবহন ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।
তিনি বলেন, যারা গণপরিবহন চালাবেন, তাদেরকে করোনা ভাইরাসমুক্ত থাকার জন্য সবধরনের ব্যবস্থা করেই চালাতে হবে। গাড়ি চালক ও হেলপারদের অবশ্যই মাস্ক ও গ্লাভস পড়তে হবে। সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।