জ্যেষ্ঠ প্রতিবেদক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারঘোষিত ছুটির সময়ে দেশে সীমিতভাবে ব্যাংকিং সেবা চালু থাকবে।
আজ সোমবার সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
সচিব বলেন, ছুটির সময়ে বাংলাদেশ ব্যংক তফসিলি ব্যংকগুলোকে সীমিত আকারে সেবা দেওয়ার জন্য ব্যাংকিং সময় নির্ধারণ করে অফিস আদেশ জারি করবে।
করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী মোট ১০টি নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে এসময় ব্যাংকের কোন কোন সেবা চালু থাকবে আর কোনগুলো আপাতত বন্ধ থাকবে তা সুনির্দিষ্ট করে এখনও বলেনি বাংলাদেশ ব্যাংক।