নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে সাংবাদিকদের মধ্যে গ্লাভস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বিএনপি।
বুধবার (২৫ মার্চ) বিকেলে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব উপকরণ বিতরণ করেন।
দিদার বলেন, করোনা পরিস্থিতি থেকে আমরা সবাই যাতে নিরাপদ থাকতে পারি, সেজন্য চেয়ারপারসনের পক্ষ থেকে আমি এসব উপকরণ বিতরণ করেছি।
তিনি বলেন, শুধু আজ নয়, মঙ্গলবার (২৪ মার্চ) রাত থেকে বিএসএমএমইউতে আসা সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হচ্ছে এসব উপকরণ। করোনা পরিস্থিতিতে আমি আরও এক সপ্তাহ আগে থেকে এসব উপকরণ সাংবাদিকদের দিয়ে আসছি।
দিদার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করছে। তাই তাদের নিরাপত্তা আগে প্রয়োজন। সে বিষয়টি মাথায় রেখে চেয়ারপারসনের পক্ষে আমি এসব উপকরণ বিতরণ করেছি।
আর বিএনপির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা। বলেছেন উদ্যোগটি প্রশংসনীয়।