বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

সরকারি ত্রাণ চুরি ও অনিয়মকারীদের আইনের আওতায় আনা হবে

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ২০৯ বার পঠিত

 

ঢাকা : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সরকারি ত্রাণ চুরি ও অনিয়মকারীদের আইনের আওতায় আনা হবে।

রোববার (১২ এপ্রিল) সদরদপ্তর থেকে এক ভিডিও বার্তায় পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের অপরাধীর আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

পুলিশ প্রধান বলেন, ‘এ কাজের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারে করে আইনের আওতায় আনতে হবে। এটি গুরুতর অভিযোগ। তদন্তেও স্বচ্ছতা বজায় রাখতে হবে।’

আইজিপি বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণ রোধে যেসব স্থানে লকডাউন করা হয়েছে, তা সঠিকভাবে মেনে চলতে হবে। জনগণকে ঘরে থাকতে হবে। বাইরে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে। করোনা পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে অসহায় ও দুস্থ মানুষদের ত্রাণ দেওয়ার ক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। করোনা সংকট চলাকালে কোনোভাবেই যেন অপরাধ না বাড়ে সেদিকেও নজরদারি বাড়াতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com