শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

নিজেদের রেশন দুস্থদের মাঝে বিতরণ করলেন সাভারের সেনাবাহিনী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২৫৭ বার পঠিত

সাভার প্রতিনিধি: করোনা মোকাবেলায় আশুলিয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি নিজেদের রেশনের খাদ্য সামগ্রী দুস্থ মানুষের মধ্যে বিতরণ করলেন সাভার সেনাবাহিনী।
গতকাল দুপুরে সাভার সেনানিবাসের মেজর জাহিদুন নবী চৌধুরীর নেতৃত্বে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার শতাধিক পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের জন্য চাল, আলু, আটা, ডাল, পেঁয়াজ, তেল, লবন ও সাবান ছিল।
এ বিষয়ে মেজর জাহিদুন নবী চৌধুরী জানান, মানবতার সেবায় দুস্থ, অসহায় জনগণের সহযোগিতায় সেনা সদস্যদের ব্যক্তিগত রেশন একত্রিত করে এই ত্রাণ দেয়া হচ্ছে। দুস্থ ও অসহায় জনগণের তালিকা ধরে ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী নিরলস কাজ করছেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ও ইউপি সদস্য হারুন মন্ডল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com