নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট মার্কিন CDC ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ‘গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দর বীর বিক্রম মিলনায়তনে’ আনুষ্ঠানিকভাবে এসব কিট হস্তান্তর করা হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরহাদ হোসেন বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট (GR Covid-19 Dot Blot) হস্তান্তর হয়ে গেছে।’