তৌহিদ আহমেদ রেজা: রাজধানীর গাবতলীতে আর্থিক সহযোগিতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, পরিবহন বন্ধ থাকায় চরম অর্থকষ্টে রয়েছেন তারা। কিন্তু কেউ তাদের কোন ধরনের সহযোগিতা করছে না।
মালিকপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত, আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। এ সময় ঘটনাস্থল গিয়ে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক শ্রমিকদের মানবিক সহায়তার আশ্বাস দেন।
এদিকে, গাজীপুরের চন্দ্রায় ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন, সান-চেরি কারখানার শ্রমিকরা। সকালে পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা।
অভিযোগ করেন, এপ্রিল মাসের বেতন না দিয়ে ৫ শতাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। পরে কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।