ডেক্স: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম (৪৬) নামে এক কলাব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতে তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই প্রথম লোহাগাড়ায় করোনা ভাইরাসে একজন মারা গেলেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
জানা যায়, নুরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে গত দুই দিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বিআইটিআইডিতে পরীক্ষায় মৃত ব্যক্তিসহ তিন জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় এক সপ্তাহে ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেলেন।