জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। করোনার এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঢাকায় প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে। কেউ যদি ঈদের আগ পর্যন্ত ঢাকার বাইরে যেতে চান কিংবা বাইরে থেকে ঢাকায় প্রবেশ করতে আসেন সে ক্ষেত্রে তাকে উপযুক্ত কারণ দেখাতে হবে। না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম বলেন, ‘এই সময় জরুরি সেবার যানবাহন চলাচল করবে। সেক্ষেত্রে গণপরিবহন তো নই, অন্য কোনো যানবাহন বিশেষ করে ব্যক্তিগত যানবাহন বের করা হলে তাও উপযুক্ত কারণ দেখাতে হবে। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।