ক্রীড়া ডেস্ক : ‘করোনা বদলি’ খেলোয়াড় নিয়ে আলোচনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিরেক্টর স্টিভ ওর্থি বিষয়টি নিশ্চিত করেছেন।
মূলত এ প্রস্তাবটি এসেছে ইসিবি থেকেই। করোনা পরবর্তী সময়ে খেলোয়াড়দের সুরক্ষার জন্য বিভিন্ন গাইডলাইন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় সম্প্রতি প্রশ্ন তুলেছেন, টেস্টের মাঝপথে যদি কেউ আক্রান্ত হন, তখন কী ব্যবস্থা রাখা হবে। এই প্রশ্নের উত্তরে ইসিবি দাবি তুলেছে, ‘করোনা বদলি’ করার। অর্থাৎ, যার পজেটিভ আসবে তাকে আইসোলেশনে রেখে তাঁর বদলি দিয়ে খেলা শেষ করার।
কিন্তু আইসিসি ক্রিকেট কমিটি সুপারিশ করেছে, একজন আক্রান্ত হলেও ম্যাচ সেখানেই বাদ রেখে ম্যাচে সম্পৃক্ত সবাইকে কোয়ারেন্টাইনে রাখতে।আর এখানে আপত্তি ইসিবির। তাদের মতে, ম্যাচ বাদ হয়ে গেলে তো পুরো আয়োজনই ভেস্তে যাবে। এজন্য ‘করোনা বদলি’ খেলোয়াড়ের প্রস্তাব দিয়েছে ইসিবি। বিষয়টি নিয়ে আইসিসিও এখন আলোচনা করছে বলে জানালেন ওর্থি।
স্কাই স্পোর্টসের ‘দ্য ক্রিকেট শো’তে তিনি বলেন,‘কোভিড-বদলি নিয়ে আইসিসি আলোচনা করছে। আমি জেনেছি নিজেদের মধ্যে যোগাযোগ হচ্ছে। কেউ আক্রান্ত হলে আশা করছি আমরা করোনা বদলি হিসেবে কাউকে নামাতে পারব। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। ওয়ানডেতে বা টি-টোয়েন্টিতে প্রয়োজন নেই।
বদলি কিভাবে হতে পারে সেই ধারণাও দিয়েছেন তিনি,‘বদলি খেলোয়াড় হতে পারে ওই খেলোয়াড়ের মতোই। যেমন ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটসম্যান। বোলারের পরিবর্তে বোলার।
করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার পর আগামী জুলাইয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। ইংল্যান্ড আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে। দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ৮ জুলাই।সাউদাম্পটনের এজেস বউল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সফরে আরও দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটি ম্যাচই হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। ১৬ ও ২৪ জুলাই দুটি টেস্ট ম্যাচ শুরু হবে। তিন টেস্ট হবে দর্শক শূন্য স্টেডিয়ামে ও জীবাণুমুক্ত পরিবেশে। প্রসঙ্গত, দুই দলের তিনটি টেস্টই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।