শনিবার, ১১ মে ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আগামী ৩০ জুনের মধ্যে গাড়ী ফিটনেস নবায়নের অনুরোধ বিআরটিএ’র

  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ১৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ১০ বছর বা তার বেশি সময় ধরে যেসব মোটরযানের ফিটনেস নেই আগামী ৩০ জুনের মধ্যে সেসব যানবাহনের ফিটনেস নবায়ন করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তা নাহলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

শুক্রবার (১৯ জুন) বিআরটিএর ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সম্প্রতি বিআরটিএ এ বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক বিআরটিএ থেকে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট গ্রহণের আবশ্যকতা থাকা সত্ত্বেও বিআরটিএর ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায় যে, ১০ বছরের অধিককাল ধরে উল্লেখযোগ্য সংখ্যক মোটরযানের ফিটনেস নবায়ন করা হয়নি।

তাই এসব মোটরযানের মালিকদের চলতি মাসের ৩০ তারিখের মধ্যে তাদের স্ব স্ব মোটরযানের ফিটনেস নবায়নের জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায়, আগামী ১ জুলাইয়ের পর ১০ বছরের অধিককালের ফিটনেসবিহীন মোটরযান ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৪ ধারা মোতাবেক সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com