শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন নিরাপত্তার স্বার্থে আমার বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ

ভার্চুয়াল সিসটেম চালু করতে হবে কারাগারে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৩৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে মামলা নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘‘কারাগারে ‘ভার্চুয়াল সিসটেম’ চালু করতে হবে। যেন প্রয়োজনে মামলা ডিজিটালি নিষ্পত্তি করা সম্ভব হয়।’ রোববার (২১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, জামালপুর কারাগারের প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অনেক সময় আসামিকে আদালতে নেওয়ার দারকার হয় না। কারাগারে বসেই বিচার হয়ে যায় ভার্চুয়ালি। কিছু কিছু কয়েদি আছে, নিরাপত্তাজনিত কারণে কোর্টে না নেওয়াই সেইফ।’

কারাগারে সুযোগ সুবিধা বাড়ানোর বিষয় প্রধামন্ত্রীর নির্দেশনা তুলে ধরে এম এম মান্নান বলেন, ‘কারাগারে যেন ফ্যান থাকে। টিভি দেখার ব্যবস্থা থাকে। আর কারাগারে যারা পণ্য তৈরি করেন, তারা যেন সে পণ্য বিক্রির ৫০ শতাংশ লাভ পান। বাড়িতে যাওয়ার সময় তা নিয়ে যেতে পারেন। সব জেলেই এটা করতে হবে। সংস্কার শুধু জামালপুর নয় অন্যান্য কারাগারকেও সংস্কার করতে হবে। মিনিমাম চমৎকার আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেন যারা জেলের বাসিন্দাম তারা সেখানে মোটামুটি মানসম্পন্নভাবে থাকতে পারেন।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তার কাছে খাল কাটার নামে, পুকুর সংস্কারের নামে পাড়গুলো একটু ছেঁটে-কেটে বিল তোলা হয়েছে—এমন সংবাদ তিনি চেক করিয়েছেন। এই বিষয়ে ভালো করে দেখার জন্য মন্ত্রণালয়কে বলেছেন। তিনি আরও বলেছেন, কেউ যেন শুধু পাড়গুলোকে একটু ছেঁটে ভাব দেখাতে না পারেন, যে তিনি মাটি কেটেছেন।’

এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে পরিকল্পমন্ত্রী বলেন, ‘এটা অন্ত্যন্ত পুরোনো একটা ট্রিক্স। কেউ কেউ করেছেন, এটা আমিও দেখেছি। এই বিষয়ে প্রধামন্ত্রীও জানেন। তিনি খুব স্টং মন্তব্য করেছেন। মাটি কাটা হলে সেটা যেন প্রয়োজনীয় গভীর করে কাটা হয়।’ আর মাটি কাটা হলে মাটি গেলো কোথায়, এ বিষয়ে ঠিকাদারকে জবাব দিতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com