নিউজ ডেস্ক: এক্সিট বা রি-এন্ট্রি ছাড়া সৌদি আরব ত্যাগ করার সুযোগ দিয়েছে দেশটির সরকার। ফলে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা ছাড়াই দেশটি ছাড়তে পারবেন।
শুক্রবার (২৬ জুন) দেশটির রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
দূতাবাস এক বার্তায় জানায়, সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশির সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু এক্সিট/ রি-এন্ট্রি ভিসা না থাকার কারণে দেশে যেতে পারছিলেন না, তারা কোনো জরিমানা ছাড়া অর্থাৎ কোনো এক্সিট/ রি- এন্ট্রি ছাড়া সৌদি আরব ত্যাগ করতে পারবেন।