নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শতাব্দীর মহানায়ক’ শীর্ষক অনলাইনভিত্তিক মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
রোববার (০২ আগস্ট) বিকেল ৫টায় অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী আয়োজনে থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।