নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সম্প্রতি ঢাকা সফর নিয়ে কয়েকটি গণমাধ্যম উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর খবর পরিবেশন করছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস।
দূতাবাস বলছে, এটি ছিল ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ। সোমবার (২৪ আগস্ট) রাতে হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে কয়েকটি গণমাধ্যম ভারত-বাংলাদেশ সম্পর্কের সামান্য বোধগম্যতা নিয়ে উদ্দেশ্যমূলক, ভুল এবং অনুমান নির্ভর প্রতিবেদন প্রকাশ করছে। এ জাতীয় খারাপ প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক এবং বিভ্রান্তিকর।
দূতাবাস জানায়, ১৮-১৯ আগস্ট বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর ছিল। এ সফর দুটি ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ।
এর আগেও দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ও দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা একদিনের সফরে ঢাকায় এসেছেন।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করেন।