অনলাইন ডেস্ক: ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ১১ হাজার ৩৬৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি সোমবার (২৪ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস ও পার্সটুডে জানায়, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬১ হাজার ১৫০ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৩ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৭৭৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ২৪৫ জন।
এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন আট লাখ ১২ হাজারের বেশি ব্যক্তি। এছাড়া, আক্রান্তের সংখ্যা অন্তত দুই কোটি ৩৫ লাখ।