আন্তর্জাতিক ডেস্ক: জীবনের অর্ধেক সময়ই নিজেকে কৃষ্ণাঙ্গ বলে আসার পর গত সপ্তাহে এক ব্লগ পোস্টে বোমা ফাটান যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. জেসিকা ক্রুগ। তিনি স্বীকার করেন, এতদিন ধরে মিথ্যা বলে এসেছেন। তিনি আসলে শ্বেতাঙ্গ। ওই ব্লগ পোস্টে আন্তর্জাতিকভাবে নজর কাড়া এই অধ্যাপক জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় টুইটারে বলেছে, ড. জেসিকা ক্রুগ তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন, তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এই সেমিস্টারে তার ক্লাস অন্য ফ্যাকাল্টির সদস্যরা নেবেন এবং ওই কোর্সগুলোর শিক্ষার্থীরা এ সপ্তাহে বাড়তি তথ্য পাবেন।’
জেসিকা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি আফ্রিকা ও লাতিন আমেরিকান অঞ্চলের কৃষ্ণাঙ্গ সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তর লেখালেখি করেছেন। একই সময়ে নিজেকে কৃষ্ণাঙ্গ ও লাতিন আমেরিকার ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে দাবি করেছেন।
তবে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিডিয়াম ডটকমে একটি ব্লগে জেসিকা এতদিনের মিথ্যাচারের কথা স্বীকার করে ক্ষমা চান। তিনি লিখেছেন, ‘আমি কানসাসের উপশহরের শ্বেতাঙ্গ শিশুর অভিজ্ঞতা এড়িয়ে গেছি। ওখানে কৃষ্ণাঙ্গদের অনেক পরিচয় ছিল যা আমি শ্বেতাঙ্গ হয়ে নিজের মতো করে চলতে পারছিলাম না, আমার অধিকার ছিল না। সেখানে ছিল উত্তর আফ্রিকান কৃষ্ণাঙ্গ, যুক্তরাষ্ট্রের স্থানীয় কৃষ্ণাঙ্গ ও ক্যারিবিয়ান ব্রোঙ্কস কৃষ্ণাঙ্গ।’