মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তুরাগে জামায়াতের মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: মির্জা ফকরুল দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায়, মোস্তফা জামান বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: মির্জা ফখরুল ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভূতপূর্ব প্রত্যাবর্তন: নতুন দিগন্তে সাফল্যের জয়যাত্রা এনবিআর অধ্যাদেশ সংশোধনে সুপারিশ করা হবে : জ্বালানি উপদেষ্টা ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা, অপরাধ দমনে আরও কঠোর সরকার উত্তরায় সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলো চাঁদাবাজ মিলন

আরও বড় পরিসরে আসছে শেখ রাসেল ক্রীড়া চক্র

  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৭৩ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : আমাদের এখন চ্যাম্পিয়ন হওয়া উচিত’-বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর কথাটা বলার পরই করতালি উঠল সভা জুড়ে। ক্লাবের নির্বাচিত পরিচালনা পর্ষদের সভায় ফুটবল ও টেবিল টেনিস নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন সায়েম সোবহান আনভীর।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সায়েম সোবহান আনভীরকে শুভেচ্ছা জানান নির্বাচিত পরিচালকরা।
গুরুত্বপূর্ণ এই সভায় আরও কয়েকটি খেলায় শেখ রাসেলের অংশগ্রহণের সিদ্ধান্তও হয়েছে। ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, টেনিস আর আর্চারিতে দল গঠন করে আরও বড় পরিসরে ক্রীড়াঙ্গনে আসতে চায় নামী এই ক্লাবটি। পাশাপাশি হকি, ভলিবল, কাবাডিতে আসার পরিকল্পনাও আছে তাদের। শিশুদের নিয়মিত চিত্র প্রদর্শনীও আয়োজন করতে চায় শেখ রাসেল।

এই লক্ষ্যে গঠন করা হয়েছে শক্তিশালী কমিটি। নির্বাচিত পরিচালকদের মধ্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল। দুই ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। ডাইরেক্টর অব ফাইন্যান্সের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফখরুদ্দিন। এছাড়া ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ ও ডাইরেক্টর অব স্পোর্টসের দায়িত্ব পেয়েছেন সালেহ জামান সেলিম।
গঠন করা হয়েছে ১৫ সদস্যের ফুটবল ও ১১ সদস্যের টেবিল টেনিসের দুটি শক্তিশালী স্ট্যান্ডিং কমিটিও। গুরুত্বপূর্ণ এই সভায় ক্লাব চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচিত পরিচালক ইমদাদুল হক মিলন, নঈম নিজাম, লিয়াকত আলী খানসহ অন্যান্য পরিচালকরা। আরও উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার ও বাফুফে সহসভাপতি ইমরুল হাসান।

শেখ রাসেলের নবনির্বাচিত কমিটির কর্মপরিকল্পনা সম্পর্কে ইমরুল হাসান জানিয়েছেন, ‘দক্ষ ক্রীড়া সংগঠকদের নিয়ে কমিটি গঠন করেছে শেখ রাসেল। আশা করছি তাঁরা ক্লাবের সাফল্যে ভূমিকা রাখবেন। শেখ রাসেলের মত ক্লাবের ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টনসহ অন্য খেলায় অংশগ্রহণ করাটা ক্রীড়াঙ্গনের জন্যই ইতিবাচক হবে। ’

শেখ রাসেল ক্রীড়া চক্র ফুটবলে প্রতিষ্ঠিত এক ক্লাব। ২০১২-১৩ মৌসুমে তারা জয় করে ঘরোয়া ট্রেবল (লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ)। বসুন্ধরা গ্রুপ দায়িত্ব নেওয়ার পর নিজেদের উন্নতির শিখরে নিয়ে যেতে নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত এই ক্লাব। ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য পূরণেরও অংশীদার হতে চায় শেখ রাসেল। এজন্যই ফুটবল, টেবিল টেনিসের পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে আরও কয়েকটি খেলায় দল গঠন করার। শিগগিরই ক্রিকেটে শক্তিশালী দল গঠন করার পরিকল্পনা আছে শেখ রাসেলের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com