রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ডিএনসিসি করোনা হাসপাতালে রোগীদের অবস্থা গুরুতর

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের আইসিইউতে এখন ১৩৯ জন ভর্তি আছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক এ কে এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার এই তথ্য জানান তিনি।

ওই হাসপাতালে করোনা চিকিৎসার সার্বিক ব্যবস্থা তুলে ধরে নাসির উদ্দিন বলেন, ‌ বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ৪০৯ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১৩৯ জন আইসিইউতে ভর্তি আছেন। বাকিরা এইচডিইউতে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত বুধবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা গেছেন।’

তিনি বলেন, ‘গত এই হাসপাতালে ৭০ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। তাদের প্রায় সবার অবস্থাই আশঙ্কাজনক। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’

ঢাকার চেয়ে অন্যান্য জেলার করোনা রোগী এই হাসপাতালে বেশি ভর্তি হয়েছেন জানিয়ে এ কে এম নাসির উদ্দিন বলেন, ‌‘যারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন, তারা খুবই সিরিয়াস অবস্থায় আসছেন। অনেক সময় আমাদেরও কিছু করার থাকে না।’ এ অবস্থায় চলমান লকডাউনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com