আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে শনিবার ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
১১ বছর আগে হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় তিন লাখ মানুষের মৃত্যু হয়েছিল। ওই সময় যে পরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছিল তার জের দেশটিকে এখনও টানতে হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিস সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পেটিট ট্রোউ ডি নিপ্পিস শহর থেকে আট কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। সেই হিসেবে কম্পনে তীব্রতা বেশি হওয়ার কথা এবং তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
ভূমিকম্পের পরপর স্থানীয়রা আতঙ্কে বাড়ির বাইরে বের হয়ে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বিপুল সংখ্যক বাড়িঘর ধসে পড়েছে এবং সড়কে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে আছে।