বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মানবিক করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা দেশের জন্য হুমকি স্বরুপ – আমিনুল হক সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’ কানে ৬ মাসেই ভেঙে গেল মারে-জোকোভিচের জুটি সম্পদের তথ্য গোপন মামলায় ডা. জোবাইদা রহমানের হাইকোর্টে জামিন বন্দরের ব্যবস্থাপনা পৃথিবীর সেরাদের হাতে দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের ২ দিনের রিমান্ড মঞ্জুর আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেয়া যাবে না – আমিনুল হক সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস ১৭ মে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

জয় দিয়ে ইউরোপ সফর শেষ নিউজিল্যান্ডের

  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৩৮ বার পঠিত

নেদারল্যান্ডসের দ্য হেগে শুক্রবার (৫ আগস্ট) স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১৪৮ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৩৬ বল হাতে রেখে। এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি কিউইরা জিতে নিল ২-০ তে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দুই হাতে কাজে লাগালেন মিচেল স্যান্টনার। তার ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এই কিউই স্পিনার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন বড় জয়।

এই সংস্করণে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৪২ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলে কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যান্টনার। ৬৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার আগের সেরা ছিল ৩৭, ২০১৮ সালে অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে।

স্যান্টনার মূলত স্পিন বোলিং অলরাউন্ডার। তবে ব্যাট হাতে মাঝেমধ্যে দারুণ কিছু ইনিংস খেলতে দেখা যায় তাকে। যেমনটা দেখা গেল গতকাল। তার সঙ্গে ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫১ রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়েন ড্যারিল মিচেল। তৃতীয় উইকেটে দুজনে ৬৫ বলে উপহার দেন অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটি।

তৃতীয় ওভারে মার্টিন গাপটিলের বিদায়ের পর উইকেট যান স্যান্টনার। দ্বিতীয় বলেই ছক্কায় ওড়ান টিম প্রিঙ্গলকে। এরপর শুধুই এগিয়ে যাওয়ার পালা। ফিফটি পূর্ণ করেন তিনি মাত্র ২৯ বলে। মাঝে ৩৯ রানে একবার তার ফিরতি ক্যাচ নিতে পারেননি বোলার প্রিঙ্গল। জীবন পেয়ে দলের জয় নিয়ে ফেরেন স্যান্টনার। রায়ান ক্লেইনকে টানা দুই ছক্কার পর চার মেরে ম্যাচের ইতি টেনে দেন তিনি।

এর আগে বাস ডে লেডের টানা দ্বিতীয় ফিফটিতে দেড়শর কাছাকাছি পুঁজি পায় ডাচরা। ৪৮ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৩ রান করেন ডে লেডে। নেদারল্যান্ডসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে জিতে নিল নিউজিল্যান্ড।

নিয়মিত খেলোয়াড়দের ছাড়াই শেষ হল নিউজিল্যান্ডের ইউরোপ সফর। যেখানে সবকটি ম্যাচ জিতেছে তারা। আয়ারল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬-০, স্কটল্যান্ডে ৩-০, এবার নেদারল্যান্ডসে ২-০ তে হারিয়েছে নিউজিল্যান্ড।

পরের সিরিজে আগামী ১১ অগাস্ট কিংসটনে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে নিউজিল্যান্ড দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com