বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

এমপি লিটন হত্যা: অবশেষে সেই চন্দন গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ বার পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চন্দন কুমার রায়কে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার রাতে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এমপি লিটন হত্যাকাণ্ডের পর থেকেই চন্দন কুমার পলাতক ছিলেন। এ হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ছিলেন তিনি। তার অনুপস্থিতিতেই লিটন হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড দেয় আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে জারি করা হয়েছিল ইন্টারপোলের রেড নোটিশও।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতে ঘাতকের গুলিতে নিহত হন লিটন। তিনি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি ছিলেন। ২০১৯ সালের ২৮ নভেম্বর চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক। রায় ঘোষণার সময় অভিযুক্ত আট আসামির মধ্যে ছয়জন উপস্থিত ছিলেন। একজন কারাগারে অসুস্থ হয়ে মারা যান। আর চন্দন কুমার ছিলেন পলাতক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com