শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি : আমিনুল হক কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান স্টারলিংক রিসেলার নিয়োগে পার্টনার খুঁজছে বিএসসিএল উত্তরা পশ্চিম থানায় ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর নিরাপত্তা, কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকায় তেল, উদ্বোধন শনিবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন শিক্ষিকা মাসুমা আগামী সপ্তাহেই সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে কমিশন: ইসি সচিব আসিফ নজরুল: সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু-এক মাসের মধ্যে করা হবে তেঁজগায় থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভারতের অষ্টম নাকি পাকিস্তানের প্রথম

  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১০২ বার পঠিত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ভারত-পাকিস্তান। চলমান আসরে এরই মধ্যে দু’দলই দুটি করে ম্যাচ খেলেছে। যেখানে তারা সাফল্যও পেয়েছে। আজ বহুল কাঙ্খিত ম্যাচটিতে কেউ যে কাউকে ছেড়ে কথা বলবে, তা অনুমেয়ই।

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। আর খেলাটি দেখাবে টি-স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১ ও ইএসপিএনে।

দু’দলের র‍্যাংকিং আর সাম্প্রতিক ফর্মও দিচ্ছে জমজমাট লড়াইয়ের আভাস। বর্তমানে ওয়ানডেতে এক নম্বর দল ভারত এবং তালিকার দুইয়ে আছে পাকিস্তান।

ওয়ানডে বিশ্বকাপের পরিসংখ্যান অবশ্য স্বাগতিক ভারতকেই এগিয়ে রাখছে। ১৯৯২ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে কখনোই হারেনি টিম ইন্ডিয়া। তবে এবার সে অভিশাপ থেকে মুক্ত হতে চায় বাবর আজমের দল।

বাবর বলেন, ‘অতীত নয় বর্তমান নিয়েই ভাবছি, আর রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমার এ দলটার প্রতি দৃঢ় বিশ্বাস আছে। প্রথম দু’ম্যাচে যে ক্রিকেট খেলেছি আশা করি তা ধরে রাখতে পারব।’

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত রোহিত শর্মারাও। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় না পরিসংখ্যান কাউকে এগিয়ে রাখে। নতুন একটা ম্যাচ খেলতে যাচ্ছি। আর পাকিস্তান মানসম্পন্ন দল। ওদের বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। তবে আমরাও প্রস্তুত।’

সবমিলিয়ে অবশ্য ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে থাকছে পাকিস্তানই। এখন পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে ১৩৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ৭৩ জয়ের বিপরীতে ১৯টি ম্যাচে হেরেছে মেন ইন গ্রিনরা।

বরাবরের মতো এবারো লড়াইটা ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং ইউনিটের। তবে স্পটলাইটে থাকবেন দু’দলের দুই ব্যাটিং আইকন বিরাট কোহলি ও বাবর আজম।

রোহিত শর্মা বলেন, ‘গ্যালারির সমর্থন সবসময় ভালো খেলতে সাহায্য করে। আমার অভিজ্ঞতা তাই বলে। সমর্থকদের পাশে পাওয়া আমাদের জন্য বাড়তি অ্যাডভান্টেজ। তবে দিনশেষে আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে।’

ভারতের বিপক্ষে চাপ নিচ্ছেন না জানিয়ে বাবর বলেন, ভারত-পাকিস্তান সবসময়ই বিগ ম্যাচ। তবে আমরা চাপ নিচ্ছি না। আহমেদাবাদের স্টেডিয়ামে অনেক বড় এটা সত্যি। কিন্তু আমরা এমসিজিতেও খেলে অভ্যস্ত। জানি গ্যালারি ভারতের পক্ষেই থাকবে। তাদের সামনে ভালো খেলে আমরা দেখিয়ে দিতে চাই।

ওয়ানডেতে সবশেষ ৫ ম্যাচে দু’দলই চারটি করে ম্যাচ জিতেছে, হেরেছে একটিতে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের বহুল কাঙ্খিত ম্যাচটিতে উত্তেজনার পারদ ছুটবে।

এদিকে পাক-ভারত হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে পুরো স্টেডিয়াম এলাকা। যেখানে ৭ হাজার পুলিশ ফোর্সের সঙ্গে দায়িত্বে থাকবেন ৪ হাজার বিশেষ নিরাপত্তকর্মীরা।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

পাকিস্তান সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, শফিক আবদুল্লাহ, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com