শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন নিরাপত্তার স্বার্থে আমার বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ

বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার ঠেকাতে মাঠে নামছে ডিএসসিসি

  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার ঠেকাতে বন্ধ্যাত্বকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে আগামী এক বছরের জন্য বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছে সংস্থাটি। এই কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

সম্প্রতি একটি দাফতরিক আদেশের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করেন ডিএসসিসি সচিব আকরামুজ্জামান।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসসিসি সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৩-২০২৪ অর্থবছরে আগামী এক বছরের জন্য বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ, অপসারণ করা হবে। পাশাপাশি চিকিৎসা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয় ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনকে এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ডিএসসিসির অঞ্চল ১ ও অঞ্চল ৭ এর ভেটেরিনারী পরিদর্শক ডা. শরণ কুমার সাহা। সেই সঙ্গে কমিটির একমাত্র সদস্য হিসেবে রাখা হয়েছে দক্ষিণ সিটির অঞ্চল ৫ ও ৮ এর ভেটেরিনারী কর্মকর্তা ডা. সাদেকুজ্জামান রাকিবকে।

ডিএসসিসির দাফতরিক আদেশে বলা হয়েছে, গঠিত কমিটি উল্লিখিত কাজের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়সহ কার্যক্রম পরিচালনা করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com