নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে পুনরায় সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়।
আওয়ামী লীগের সংসদীয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংসদ সদস্যগণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।