মাসুদ পারভেজ( উত্তরা) শেখ হাসিনার দেশত্যাগের পর মঙ্গলবার উত্তরায় ছাত্র-জনতা আনন্দ মিছিল করেন। মহানগর উত্তর বিএনপি-র নেতাকর্মীরা হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বিমানবন্দর মহাসড়কে বিজয় মিছিল করেন। এসময় দেখা যায় তাদের সাথে আনন্দ মিছিলে যোগ দেয় উত্তরখান থানার বিএনপি-র সিনিয়র নেতা মুকুল সরকার, আহসান উল্লাহ ও আব্দুর রশিদ।এছাড়াও উত্তরখান থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বেপারী ও তোফাজ্জল হোসেন মিঠুর নেতৃত্বে সারাদেশে সরকারপতন আন্দলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া শিক্ষার্থী ও ছাত্র-জনতার স্বরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ শেষে সকলের মাঝে তরারুক বিতরণ করেন তারা। সরেজমিনে দেখা যায়, উত্তরা তুরাগ, দলিপাড়া,আশকোনা খিলখেত,বিমানবন্দর, উত্তরখান, দক্ষিণখান এলাকায় হাজার হাজার বিএনপির নেতাকর্মী ও ছাত্র-জনতা আনন্দ মিছিলে অংশ গ্রহন করেন। এছাড়াও বিভিন্ন থানা- ওয়ার্ড বিএনপির নেতাকর্মী,যুবদল ও ছাত্র দলের নেতা কর্মী ও জামাতের নেতা কর্মীরাও উত্তরা বিমানবন্দর মহাসড়ক আজমপুর বিএনএস সেন্টার আব্দুল্লাপুর এলাকায় শান্তি পূর্ণ আনন্দ মিছিল করেন। তাদের সাথে বিএনপি-র সহযোগী অঙ্গ সংগঠনের ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতা কর্মীরা পাড়া মহল্লার অলি গলিতে শান্তি পূর্ণ মিছিল করেন। ছাত্র জনতার আনন্দ মিছিলে নারীরা ও উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির সিনিয়র নেতা মুকুল সরকার দৈনিক ইনকিলাবকে বলেন,আমরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অগনিত মামলা খেয়েছি। হাসিনা আমাদেরকে ঘরে ঘুমাতে দেয় নি, তার উপর গজব নাজিল হয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মী মামলা খেয়ে পালিয়ে বেরিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নেতা কর্মীরা এলাকায় শান্তি বজায় রেখে আনন্দ মিছিল করছে। কোন ধরনের বিশৃঙ্খলা করতে নেতা কর্মীদের আমরা নিষেধ করেছি।