অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: আজ ১৫ জুলাই, বিশ্ব যুব দক্ষতা দিবস। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হবে আজ।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তার বাণীতে বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে দক্ষতা অর্জনকে অগ্রাধিকার কার্যক্রম হিসেবে গ্রহণ করেছে সরকার।
রাষ্ট্রপতি বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছে। উন্নয়নকে গতিশীল করার পূর্বশর্ত দক্ষ জনশক্তি। দক্ষতা অর্জনকে সরকার একটি অগ্রাধিকার কার্যক্রম হিসেবে গ্রহণ করেছে। এ লক্ষে গঠন করা হয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন,‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মহীন যুব সমাজকে জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানই এখন আমাদের অগ্রাধিকার।’