শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ধর্মীয় সংঘাতের মাধ্যমে রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ দেওয়া হবে না

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃবিভিন্ন সময় ধর্মীয় সংঘাত সৃষ্টি করে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।

শুক্রবার সকালে ঢাকার কলাবাগান মাঠে ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করে উপদেষ্টা এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের বুঝতে হবে কোথায় থামতে হবে৷ সীমারেখা বোঝার সংবেদনশীলতা থাকতে হবে। সেটি যারা অতিক্রম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিগত ১৫ বছরে দেশের সব রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে দিয়েছে। দেশের কোনো নির্দিষ্ট একটি জনগোষ্ঠী উপকৃত হবে আরেকটি হবে না এটি প্রকৃত গণতন্ত্র না, এ বিপ্লবের সুফল প্রতিটি ঘরে ঘরে যাবে, যেখানে কোনো ধর্ম-বর্ণ গোষ্ঠী থাকবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার থাকবে, প্রকৃত নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে।

উপদেষ্টা বলেন, এই সরকার বিশেষ সময়ে বিশেষ দায়িত্ব পালনে এসেছে। ক্ষমতার জন্য কেউ আসেনি। দায়িত্ব পালনে সবার সহযোগিতা দরকার। সবাই নির্বিঘ্নে ও নিশ্চিন্তে পূজা উদযাপন করবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com