উত্তরা সংবাদ দাতা : দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রক্তিম শুভেচছা ও অভিনন্দন জানিয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেন ঢাকা মহানগর উত্তর যুবদল ও শ্রমিক দল।
জানা যায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটিতে
গত ৪ ই নভেম্বর ২০২৪ইং নতুন করে আমিনুল হককে আহ্বায়ক এবং মোস্তফা জামানকে সদস্য-সচিব মনোনীত করায় তারা এ আনন্দ মিছিল করেন।
ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদল ও শ্রমিক দলের পক্ষ থেকে আয়োজিত মিছিলটি স্মরণ কালের অন্যতম সেরা ও বড় মিছিল ছিলো।
সরেজমিনে দেখা যায়, এ মিছিলে বৃহত্তর উত্তরার যুবদল, শ্রমিক দল ছাড়াও ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানার ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী দলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়।
জানা যায়, অনুষ্ঠানটি আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম- আহবায়ক মোঃ শিমুল আহমেদ ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ কামরুল জামান।
মূলত এই দুই নেতার নেতৃত্বে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর যুবদল ও শ্রমিক দলের দুই সহস্রাধীক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
উত্তরা ৩ নং সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে দুপুর থেকে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করতে করতে ফ্রেন্ডস ক্লাব মাঠ এসে জড়ো হয়।
এ সময় তারা, কে বলেছে জিয়া নেই জিয়া সারা বাংলায়, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান! এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। তারেক জিয়ার ভয় নেই রাজপথ ছাড়ি নাই, ছাত্রলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান এমন স্লোগানে স্লোগানে মাতিয়ে তুলেন ফ্রেন্ডস ক্লাব মাঠ ।
সেখান থেকে মিছিল নিয়ে বের হয়ে তারা জিয়া-খালেদা,তারেক-খালেদা, খালেদা-জিয়া এমন স্লোগান দিয়ে শান্তি পূর্ণভাবে মিছিল করে খালপার চৌরাস্তায় যায়।
এ সময় উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা, তুরাগ থানা, উত্তরখান থানা, দক্ষিনখান থানা, বিমানবন্দর থানা ও খিলক্ষেত থানা সহ বিভিন্ন এলাকা থেকে যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা একযোগ মিছিল নিয়ে বের হন।
যুবদল ও শ্রমিক দল দীর্ঘ এই মিছিল নিয়ে তারা উত্তরা তিন নং সেক্টর থেকে রাজলক্ষী হয়ে বিমানবন্দর মহাসড়ক আজমপুর বিএনএস সেন্টার হাউজ বিল্ডিং ও উত্তরা আধুনিক হাসপাতালে সামনে দিয়ে হাঁটতে থাকে। মিছিল নিয়ে হাঁটতে হাঁটতে তারা জমজম টাওয়ার হয়ে খালপাড়ে গিয়ে মিলিত হন।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, উত্তরখান থানা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক বাদল মিয়া,উত্তরা পূর্ব থানা শ্রমিক দলের আহ্বায়ক মোতালেব হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন, উত্তরা পশ্চিম থানা শ্রমিক দলের আহ্বায়ক আমিরুল ইসলাম ও রিপন হাওলাদার। এ ছাড়াও দক্ষিণ খান, বিমানবন্দর, তুরাগ, খিলখেত থানার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা শান্তিপূর্ণ র্যলি শেষ করে উত্তরা ১৩ নং সেক্টর খালপাড়ে একটি পথ সভা করেন।
সেখানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন- আহ্বায়ক শিমুল আহমেদ । এ সময় তিনি বলেন, এযাবৎ কালের সব চেয়ে সেরা কমিটি হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি । ঢাকা ১৮ আসনের মাটি বিএনপি’র ঘাটি,এখানে কোন ধরনের অনিয়ম চলবে না।তিনি আরো বলেন,তারণ্যের অহংকার আগামীর পথপ্রদর্শক তারেক রহমান আমাদের নেতা। তারেক রহমানের নির্দেশে আমরা সুসংগঠিত হয়ে কাজ করছি। মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক কমিটি যেভাবে স্বচ্ছ হয়েছে,ঠিক সে ভাবেই আগামীতে অন্যান্য দলের কমিটি গুলো দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বচ্ছ ভাবে দেওয়া হবে।
এ সময়, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল জামান বলেন, আমরা ফ্যাসিস্টদেরকে বলতে চাই, দেশে কোন ধরনের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না, আমরা রাজপথের সৈনিক। আমরা রাজপথে আছি এবং রাজপথেই থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল দেশের যে কোনো দূর্যোগে জনগনের পাশে থাকবে। ফ্যাসিবাদের দোসরদের দ্বারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমরা সবাই মিলে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এসময় তিনি আরো বলেন প্রয়োজনে রাস্তা ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার করবো আমরা, ঢাকা মহানগর উত্তরকে আমরা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে চাই। কোন ভাবেই এ শহরকে ময়লাযুক্ত করা যাবে না। তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি দিয়েছেন। আমরা আশা করি পরবর্তী কমিটি গুলোতে ও ত্যাগী ও পরিশ্রমীরা জায়গা পাবে। শ্রমিক দলের আনন্দ মিছিল চলাকালীন সময়ে অল্প সময়ের জন্য বিমানবন্দর মহাসড়কে যানজট সৃষ্টি হলেও পরবর্তীতে ঠিক হয়ে যায়।
সুত্র ইনকিলাব