বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত ৯ গোলের অবিশ্বাস্য ম্যাচ জিতে নক আউট পর্বে বার্সেলোনা লিবিয়ার পুলিশপ্রধান ওসামা নাজিম ইতালিতে গ্রেফতার রোহিঙ্গা প্রত্যাবাসনঃপ্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দেয়ার প্রত্যয় আমিনুল হকের চাপে পড়ে ১৩ বছর পর রঞ্জি খেলবেন কোহলি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাইফ আলী খান সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ডেমরায় মহিলা দলের ঝাড়ু মিছিল

‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত

  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালকে ‘ওয়ান স্টপ’ সার্ভিস হিসেবে নিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসায় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররাও এই মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছেন। যাতে আমরা এক ছাদ বা এক ছাতার নিচে চিকিৎসা করাতে পারি। সে বিষয়ে কাজ চলছে। তারপর ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে পরে চিকিৎসার ব্যাপারে কোন পদ্ধতি নেওয়া হবে সেটা চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা চলছে। পরে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের আরও দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়াকে দেখবেন।

বর্তমানে ওষুধের মাধ্যমে তার চিকিৎসা চলছে। এর বাইরে আরও কোনো চিকিৎসা করা যায় কি না সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররাও এই মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছেন।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, ‘খালেদা জিয়া দেশে সুচিকিৎসা না পাওয়ার কারণে ওনার যেসব সমস্যা হয়েছে এবং ওনার বয়সের কথা বিবেচনায় রেখে যেটা সব চেয়ে বেশি মঙ্গলজনক হবে সে ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করবে বলে আমরা আশা করি।

চিকিৎসকরা সেটা চিন্তাভাবনা করছেন। হয়তো আগামী দুই তিন দিন পরে মেডিকেল বোর্ডের মেম্বাররা মতামত দেবেন। পরবর্তী সময়ে সে অনুযায়ী ওনার চিকিৎসা চলবে। ওনার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই।

খালেদা জিয়ার কিডনি, লিবার ও হার্টের জটিলতাকেই প্রধান্য দিয়েই চিকিৎসা চলছে বলেও জানান ডা. এজেডএম জাহিদ হোসেন।

এসময় তার সঙ্গে ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com